জটিল রোগে আক্রান্ত নিহাল বিটলার মৃত্যু

বিরল জেনেটিক রোগ প্রজেরিয়া নিয়ে ভারতে জনসচেতনতামূলক প্রচার চালানো মুম্বাইয়ের বাসিন্দা নিহাল বিটলা মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 01:15 PM
Updated : 4 May 2016, 01:15 PM

১৫ বছর বয়সী বিটলা প্রজেরিয়ায় আক্রান্ত ছিলেন। প্রজেরিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় তার শরীরের বয়স প্রায় আটগুণ দ্রুত বৃদ্ধি পায়। শিশু বয়সেই তাদের দেহ বৃদ্ধদের মতো হয়ে যায়।

বিবিসি জানায়, প্রজেরিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতেন বিটলা।

প্রজেরিয়া আক্রান্তদের নিয়ে বোস্টনে একটি ক্লিনিক্যাল ট্রায়ালে বিটলা ভারতের আরও ৬০ জন প্রজেরিয়া রোগীকে নিয়ে অংশ গ্রহণের চেষ্টা করার সময় প্রথম গণমাধ্যমের নজরে আসেন।

সম্প্রতি বিটলা সামাজিক যোগাযোগ মাধ্যমে #হ্যাটসঅনফরপ্রজেরিয়া নামে একটি প্রচারাভিযান চালান এবং একদল সমর্থককে নিয়ে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে জড় হন।

এছাড়া ব্যাঙ্গালুরুতে #রানফরপ্রজেরিয়া নামে একটি ইভেন্টের আয়োজনও করেন।

ফেসবুক পেজ ‘হিউম্যানস অব বোম্বে’তে বিটলার জীবন কাহিনী প্রকাশ পাওয়ার পর গত বছর ডিসেম্বরে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান বিটলার সঙ্গে সাক্ষাৎ করেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার তেলেঙ্গানা রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন বিটলা।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শোক প্রকাশ করেছেন।

তাকে অনেকে ‘যোদ্ধা’ এবং ‘অনুপ্রেরণা’ বলে বর্ণনা করেছেন।