এল সালভাদরে এপ্রিলে খুন কমেছে

বিশ্বের সবচে বেশি হত্যাকাণ্ড ঘটে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে। দেশটিতে এপ্রিল মাসে নরহত্যার সংখ্যা পরিষ্কারভাবে কমেছে বলে দাবি করেছে দেশটির পুলিশ।

>>রয়টার্স
Published : 3 May 2016, 07:30 AM
Updated : 3 May 2016, 07:30 AM

রোববার পুলিশের দেওয়া পরিসংখ্যানে এমন চিত্রই উঠে এসেছে।

এল সালভাদরে অপরাধীচক্রের সহিংসতার কারণেই হত্যাকাণ্ডের ঘটনা বেশি ঘটে। এসব সহিংসতা দেশটির বামপন্থি সরকারের প্রেসিডেন্ট সালভাদর সানচেজ সেরিনকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

দেশটির ১৩টি কারাগারে অপরাধী চক্রের ১৫,৫০০ জনেরও বেশি সদস্য বন্দি রয়েছেন। তাদের নিয়ন্ত্রণে উদ্যোগের পরিবর্তে সেরিন নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন নিয়ে সমস্যায় পড়েছেন। 

এল সালভাদরের পুলিশ সংঘবদ্ধ সহিংসতা কমিয়ে আনতে সক্ষম হচ্ছে জানিয়ে পুলিশ প্রধান হাওয়ার্ড কোট্টো এপ্রিলে ৩৫২ জন খুন হয়েছে বলে উল্লেখ করেছেন। এই হার ২০১৫ সালের এপ্রিলের তুলনায় ১৫ দশমিক ৮ ভাগ কম এবং বছরের এক চতুর্থাংশ সময়ের হিসাবে অর্ধেক।

৬৪ লাখ মানুষ অধ্যুষিত দেশটিতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২,০০৩ টি খুনের ঘটনা নিবন্ধিত হয়েছে।

গেল বছর দেশটিতে খুনের ঘটনা ৭০ ভাগ বেড়ে যাওয়ায় খুনের হারে প্রতিবেশি হন্ডুরাসকে সরিয়ে শীর্ষে উঠে আসে।

সাধারণত এক বা দুই বছর পর পর যুক্তরাষ্ট্রের তথ্যের উপর ভিত্তি করে এই র‌্যাংকিং তৈরি করা হয়।

২০১৫ সালে এল সালভাদরে ৬,৬০০টি খুনের ঘটনায় প্রতি এক লাখে ১০০ জনেরও বেশি খুনের হার ছাড়িয়ে যায়।

হন্ডুরাসে প্রতি এক লাখে ৮৫টি খুনের ঘটনা ঘটেছে বলে ২০১১ এবং ২০১২ সালের পরিসংখ্যানে উঠে এসেছে।

২০১৪ সালে এল সালভাদরে সহিংসতার কারণে যে পরিমাণ অর্থের অপচয় হয়েছে তার পরিমাণ ৪০০ কোটি মার্কিন ডলার, যা দেশটির জাতীয় আয়ের ১৬ ভাগ বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।