কেনিয়ায় বিধ্বস্ত ভবনের মালিক গ্রেপ্তার

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি ছয়তলা ভবন ধসের ঘটনায় ভবনটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 06:26 AM
Updated : 3 May 2016, 06:26 AM

বিবিসি বলছে, ওই ভবস ধসে অন্ততপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে।

স্যামুয়েল কারানজা কামাউ নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার আদালতে হাজির করার কথা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কেনিয়ায় কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর বন্যার মধ্যে গেল শুক্রবার রাজধানী নাইরোবির একটি ছয়তলা ভবন ধসে পড়ে।

টেলিভিশনটিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, নাইরোবির উত্তর-পূর্বাঞ্চলীয় আবাসিক এলাকা হুরুমার ওই ধসে পড়া ভবনটি থেকে উদ্ধারকারীরা জীবিতদের বের করে নিয়ে আসার চেষ্টা করছেন।

ঘটনাস্থল থেকে বিবিসির প্রতিনিধি আবদিনূর আদেন জানিয়েছেন, ৯০ জনেরও বেশি মানুষ এখনো ওই বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার অভিযান এখনো চলছে বলে জানিয়েছেন তিনি।

বিধ্বস্ত ভবনের ভেতরে আটকেপড়াদের খোঁজে তল্লাশি। ছবি: রয়টার্স

স্থানীয় গণমাধ্যম দাবি করেছেন, বিধ্বস্ত ভবন থেকে এখনো পর্যন্ত ১৩৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

নাইরোবির গভর্নর ইভান্স কিদেরো জানিয়েছেন, এই ভবন নির্মাণের অনুমোদন দিয়েছেন যিনি তাকেও বরখাস্ত করা হবে।

তিনদিনের ভারি বৃষ্টিপাতের কারণে নাইরোবিতে ভূমিধসের ঘটনা ঘটছে। শহরটির বাস্তাঘাট পানিতে তুলিয়ে গেছে। ৮শ’রও বেশি ঘরবাড়ি বন্যায় ডুবে গেছে।

ভবনটি ধসে পড়ার পর অনেক দেরিতে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। নাইরোবির পুলিশ জানিয়েছে, বন্যার পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় কয়েকঘণ্টাব্যাপী ট্রাফিক জ্যামের কারণে তাদের পৌঁছতে দেরি হয়েছে।

তাছাড়া যেখানে ভবনটি ধসে পড়েছে সেখান রাস্তাগুলোও অনেক সরু। ফলে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।