পেরুর মাদক সম্রাট কলাম্বিয়ায় গ্রেপ্তার

পেরুর মাদক সম্রাট গারসন আলদাইর গালভেজ কাল্লিকে গ্রেপ্তার করেছে কলাম্বিয়ার পুলিশ।

>>রয়টার্স
Published : 2 May 2016, 07:49 AM
Updated : 2 May 2016, 07:49 AM

মিত্রদের কাছে ‘কারাকোল’ নামে পরিচিত এই অপরাধীকে ধরার বিষয়টি রোববার নিশ্চিত করেছেন কলাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস ভিলিগাস।

সাংবাদিকদের উদ্দেশে ভিলিগাস বলেন, জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর এবং পেরুভিয়ান পুলিশের কাছে গালভেজ কাল্লি শীর্ষ মাদক চোরাকারবারী।

এই মাদক সম্রাটকে খুন এবং একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হয়।

গালভেজকে কলাম্বিয়ার মেডেলিন শহরের একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। তাকে পেরুর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ভিলিগাস জানিয়েছেন, গালভেজকে ধরতে তথ্যের জন্য ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।