২৩৭ বিক্ষোভকারীর বিচার করছে মিশর

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে বিক্ষোভ করার সময় গ্রেপ্তার ২৩৭ ব্যক্তির বিচার করা হচ্ছে।

>>রয়টার্স
Published : 1 May 2016, 04:34 PM
Updated : 1 May 2016, 04:34 PM

শনিবার দেশটির বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়, কায়রো ও গিজার চারটি আদালতে ২৩৭ জন বিক্ষোভকারীকে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে বিক্ষোভ সমাবেশ করার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের অন্তত তিন বছরের কারাদণ্ড হতে পারে।

সিসি সৌদি আরবের কাছে ‍দুইটি দ্বীপ হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণের পর ১৫ এপ্রিল হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে ওই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করে।

হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদন অনুযায়ী মিশরের নিরাপত্তা বাহিনী অন্তত ৩৮২ জন বিক্ষোভকারীকে আটক করেছে। 

রেড সি দ্বীপপুঞ্জের জনশূন্য দ্বীপ তিরান ও সানাফিরকে সৌদি আরবের কাছে হস্তান্তর করার সিদ্ধান্তের কারণে সিসি সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

সৌদি ও মিশরের কর্মকর্তাদের দাবি, দ্বীপ দুইটি সৌদি আরবের অন্তর্ভূক্ত ছিল। ১৯৫০ সালে রিয়াদ কায়রোর কাছে সুরক্ষা কামনা করলে মিশর দ্বীপ দুইটির নিয়ন্ত্রণ নিয়েছিল।