ইরাকে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ৩২

ইরাকের দক্ষিণের শহর সামাওয়ায় দুইটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

>>রয়টার্স
Published : 1 May 2016, 01:47 PM
Updated : 1 May 2016, 01:47 PM

পুলিশ জানায়, স্থানীয় একটি সরকারি ভবনের কাছে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। সেখান থেকে প্রায় ৬০ মিটার দূরে একটি বাস স্টেশনে দ্বিতীয় হামলাটি চালানো হয়।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

আইএস-র পক্ষ থেকে বলা হয়, তারা সামাওয়ায় ইরাকের বিশেষ বাহিনীর ভিড়ের মধ্যে হামলা চালিয়েছে। প্রথমে তারা আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায়। উদ্ধার কাজের জন্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে রওয়ানা হলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়।

মাত্র একদিন আগেই রাজধানী বাগদাদের শহরতলীতে শিয়া পূণ্যার্থীদের লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়।

শনিবার আত্মঘাতী হামলাকারী গাড়ি চালিয়ে সোজা পূণ্যার্থীদের মাঝে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটায়, এতে আরো ৪৮ জন আহত হয়।

ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায়ও স্বীকার করেছে।