তুরস্কে মে দিবসের বিক্ষোভে পুলিশের পেপার স্প্রে

মে দিবসে তুরস্কের ইস্তাম্বুলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

>>রয়টার্স
Published : 1 May 2016, 12:38 PM
Updated : 1 May 2016, 01:16 PM

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করেছে। কয়েকজনকে গ্রেপ্তারেরও খবর পাওয়া গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে মে দিবস উদযাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক কর্তৃপক্ষ।

শনিবার ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “শ্রমিক দিবসে নাগরিকদের সুরক্ষার জন্য তুরস্কের নিরাপত্তা বাহিনীর ২৪ হাজার ৫০০ সদস্যকে ইস্তাম্বুলে মোতায়েন করা হবে।”

“এছাড়া তাকসিম স্কয়ারে অবস্থিত মেট্রো স্টেশনটিও এদিন সম্পূর্ণ বন্ধ রাখা হবে।”এরপরও রোববার কয়েকশ’ বিক্ষোভকারী তাকসিম স্কয়ারে প্রবেশের চেষ্টা করে। 

ওই সময় পুলিশ তাদের বাধা দিলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিএনএন এর প্রতিবেদনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে একটি পুলিশ বাসের ভেতর বসিয়ে রাখা হয়েছে।