ইরাকের পার্লামেন্টে শিয়া বিক্ষোভকারীদের তাণ্ডব

নতুন মন্ত্রিসভার অনুমোদন নিয়ে চলমান অচলাবস্থায় অসন্তোষের জের ধরে ইরাকের পার্লামেন্টে তাণ্ডব চালিয়েছে শিয়া বিক্ষোভকারীরা।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2016, 02:51 PM
Updated : 30 April 2016, 02:52 PM

শনিবার এমপিরা আবারো নতুন মন্ত্রিসভার অনুমোদন নিয়ে ভোট আয়োজনের বিষয়ে একমত হতে ব্যর্থ হলে শিয়া নেতা মোক্তাদা আল-সাদরের কয়েকশ অনুসারী ফটক ভেঙ্গে পার্লামেন্টের সুরক্ষিত গ্রিন জোনে প্রবেশ করে বিক্ষোভ করে।

শিয়া নেতা মোক্তাদা আল-সাদর। ছবি: রয়টার্স

তারা পার্লামেন্ট ভবন তছনছ করেছে বলেও খবর পাওয়া গেছে।

পার্লামেন্টের ক্ষমতাশালী দলগুলো কয়েক সপ্তাহের জন্য মন্ত্রিসভা পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিতে চাইছে না।

ওদিকে, সাদর নতুন মন্ত্রিসভা গঠনের জন্য প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদিকে চাপ দিতে চাইছেন।

বিক্ষোভকারীরা গ্রিন জোনে ঢুকে পড়লে এমপিরা সেখান থেকে সরে যেতে চেষ্টা করে। ওই সময় বিক্ষোভকারীরা ‘কাপুরুষরা পালিয়ে যাচ্ছে’ বলে শ্লোগান দেয়।

ইরাকের মন্ত্রীদের বিরুদ্ধে অযোগ্যতা ও দুর্নীতির অভিযোগ বহুদিনের।

২০১৪ সালে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী আবাদি দুর্নীতি নির্মূল ও সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কিন্তু তিনি তার প্রতিশ্রুতি পালনে পুরোপুরি ব্যর্থ।

শনিবারও রাজধানী বাগদাদে একদল শিয়া তীর্থযাত্রীদের উপর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো ৪৮ জন।

সুন্নিপন্থি দল ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

বাগদাদের দোরা জেলায় শিয়া মিলিশিয়াদের একটি চেকপয়েন্টে আরো একটি বিস্ফোরণে দুইজন নিহত ও তিন জন আহত হয়েছে বলে জানা গেছে।