তাসখন্দে বন্ধ হচ্ছে ট্রাম সার্ভিস

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে উঠে যাচ্ছে শতবর্ষী পুরনো ট্রাম সার্ভিস। স্থানীয় কর্তৃপক্ষ এই সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2016, 08:15 AM
Updated : 30 April 2016, 08:16 AM

বিবিসি বলছে, এরফলে ৫৬ মাইলের ট্রাম সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে। এর বহরে থাকা ৮০টি ট্রাম বিক্রি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয় চলতি বছরের মার্চে।

তাসখন্দের মেয়র রাখমনবেক উসমাভোভ জানিয়েছেন, ট্রাম সার্ভিসটি ছিল অলাভজনক এবং শহরের ব্যস্ত সড়কগুলোর ট্র্যাফিক ব্যবস্থাকে ধীর করে দিচ্ছিল।

কিন্তু স্থানীয় অধিবাসীরা এই সিদ্ধান্তের ফলে মর্মাহত হয়েছেন। তারা ট্রাম সার্ভিস বন্ধ করে দেওয়ার ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত বিলাপ করছেন।

উজবেকরা ট্রাম ভ্রমণের সময় তোলা বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তাদের দুঃখ প্রকাশ করছেন।

মেয়র উসমাভোভ বলেন, ট্রাম আর কার্যকরি কোনো পরিবহন নয়। হাজার হাজার যাত্রী বাস এবং মেট্রো সার্ভিস ব্যবহার করছেন।

শহরটির রাস্তা থেকে ট্রাম লাইনগুলো তুলে ফেলার পর অনেকগুলো রাস্তা বর্ধিত করা সম্ভব হবে। তাতে যোগযোগ ব্যবস্থা আরো সহজতর হবে।

মধ্য এশিয়ায় ট্রাম সার্ভিসগুলোর মধ্যে তাসখন্দের এই সার্ভিসটি ছিল অন্যতম পুরানো। ১৯১২ সালে এই সার্ভিস শহরটিতে চালু হয়।

তবে বহরে মাত্র পাঁচ বছর আগে কেনা বেশকিছু ট্রাম থাকায় বিষয়টি নিয়ে সমালোচনাও হচ্ছে। একে অর্থের অপচয় বলেও অভিযোগ করছেন অনেকে।

অনেক অধিবাসী শেষবারের মতো ট্রামে চড়ছেন। একজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রামে চড়ার ছবি পোস্ট করে লিখেছেন, তার প্রথম ও শেষবার ট্রামে চড়া।