গুয়াতেমালায় আবর্জনার স্তূপ ধসে নিখোঁজ ২৪

গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে বৃহত্তম আবর্জনার স্তূপ ধসে এখনো অন্ততপক্ষে ২৪ জন নিখোঁজ রয়েছেন।

>>রয়টার্স
Published : 30 April 2016, 04:21 AM
Updated : 30 April 2016, 04:21 AM

চলতি সপ্তার এই ধসে চারব্যক্তির মৃত্যু হয়।

প্রতিদিন ওই স্থানটিতে প্রায় ৫শ’ ট্রাক বোঝাই ময়লা-আবর্জনা জমা হয়।

শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার এই বিশাল আবর্জনার স্তূপে ধস নামে আর অসতর্কতাবশত সেখানে অবস্থানরত অনেকে আবর্জনার স্তূপের নিচে চাপা পড়েন।

ওই ঘটনায় চারজন মারা যান এবং ১৫ জনকে আবর্জনার স্তূপের নিচ থেকে আহতাবস্থায় উদ্ধার করা হয়।

শহরটির মুখপাত্র কার্লোস স্যান্ডোভাল জানিয়েছেন, ২৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। এদের মাঝে সাতজন রিসাইকলিং কর্মীও রয়েছেন। বাকিরা সেই স্থানে বেআইনিভাবে প্রবেশ করেছিলেন।