নরওয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১

নরওয়েতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছে। হেলিকপ্টারটির ১৩ আরোহীর বাকি দুইজন নিখোঁজ রয়েছে।

>>রয়টার্স
Published : 29 April 2016, 04:37 PM
Updated : 29 April 2016, 04:37 PM

আরোহীদের মধ্যে ১১ জন নরওয়ের, একজন ব্রিটিশ এবং একজন ইতালির নাগরিক।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হেলিকপ্টারটি গুলফাক্স তেল ক্ষেত্র থেকে বেরগেন শহরে যাচ্ছিল। িএটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

আরোহীরা সবাই তেল কোম্পানি স্টাটওয়েল এর কর্মী ছিল বলেও খবরে জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই জনকে খোঁজা হচ্ছে।

ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, “প্রথমে একটি বিস্ফোরণের শব্দ পাই। এরপর ইঞ্জিনের খুব অদ্ভূতরকম শব্দ হতে থাকলে আমি জানালা দিয়ে বাইরে তাকাই। আমি দেখতে পাই আকাশ থেকে একটি হেলিকপ্টার খুব দ্রুত বেগে সমুদ্রে পড়ছে। এরপর আমি বিশাল বড় বিস্ফোরণ দেখতে পাই।”