যুক্তরাষ্ট্রে প্রথম নারী পদাতিক সেনা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে এই প্রথম একজন নারী পদাতিক সেনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2016, 02:22 PM
Updated : 29 April 2016, 02:22 PM

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এ সপ্তাহে ক্যাপ্টেন ক্রিস্টেন গ্রিয়েস্ট এ ইতিহাস রচনা করেছেন।

গত বছর গ্রিয়েস্ট এবং আরও একজন নারী এলিট রেঞ্জার্স ইউনিটে প্রবেশের জন্য সেনাবাহিনীর কঠোর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে সক্ষম হন।

এ মাসের শুরুতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ২০ জনের বেশি নারীর পদাতিক ও সাঁজোয়া বাহিনীতে যোগদানের অনুরোধে অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

পদাতিক ও সাঁজোয়া বাহিনীকে সরাসরি যুদ্ধে অংশ নিতে হয়।

বৃহস্পতিবার আর্মি টাইমস এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গ্রিয়েস্ট ‘ম্যান্যুভার ক্যাপ্টেন্স ক্যারিয়ার কোর্স’ সম্পন্ন করবেন বলে আশা করা হচ্ছে।

স্বশস্ত্র বাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করার অংশ হিসেবে গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সব বিভাগে নারীদের অংশগ্রহণের দ্বার উন্মুক্ত করার ঘোষণা দেয়।