উত্তর কোরিয়ায় মার্কিন নাগরিকের কারাদণ্ড

উত্তর কেরিয়া গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2016, 09:51 AM
Updated : 29 April 2016, 09:51 AM

বিবিসি জানায়, কারাদণ্ডপ্রাপ্ত ওই মার্কিনির নাম কিম দং-চুল। তিনি দক্ষিণ কোরিয়ায় জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক। গতবছর অক্টোবরে তিনি উত্তর কোরিয়ায় গ্রেপ্তার হন।

গত মাসে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সাংবাদিকদের কাছে গুপ্তচরবৃত্তির স্বীকারোক্তি দেন কিম। উত্তর কোরিয়ায় গুপ্তচরবৃত্তির জন্য তিনি দক্ষিণ কোরিয়ার কাছ থেকে অর্থ পেতেন বলে জানান।

তবে কিম দং-চুলের বিষয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কোনও তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের এক শিক্ষার্থীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল।

সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে  উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিককে কারাদণ্ড দেওয়ার এ ঘটনায় পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির সম্পর্কের আরও অবনতি ঘটবে বলে মনে করা হচ্ছে।