ইউরোপে কড়া শরণার্থী নীতির সমালোচনায় বান কি-মুন

ইউরোপে ক্রমেই কঠোর হতে থাকা শরণার্থী নীতির সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2016, 12:31 PM
Updated : 28 April 2016, 12:31 PM

অস্ট্রিয়ার পার্লামেন্টে এক বক্তব্যে তিনি বলেন, এ ধরনের নীতি সদস্য দেশগুলোর আন্তর্জাতিক দায়িত্ব-কর্তব্য বিরোধী।

অস্ট্রিয়ার এমপি’রা আশ্রয়প্রার্থীদের অধিকারের ওপর বাধা নিষেধ আরোপ করে এবং সীমান্তে বেশির ভাগ শরণার্থীর আশ্রয়ের আবেদন নাকচ করার এখতিয়ার দিয়ে একটি খসড়া আইন অনুমোদনের পরদিনই বান এ সমালোচনা করলেন।

অস্ট্রিয়াসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সিরীয় শরণার্থীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে।

গত বছর ১০ লাখেরও বেশি শরণার্থী ইউরোপে পৌঁছেছে। এতে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় শরণার্থী সঙ্কট সৃষ্টি হয়েছে। এ সঙ্কট কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তি দেখা দিয়েছে।

ভিয়েনা পার্লামেন্টে এমপিদের উদ্দেশে বান কি মুন বলেন, “ইউরোপের দেশগুলো এখন যেভাবে দিন দিন কঠোর অভিবাসন ও শরণার্থী নীতি নিচ্ছে তাতে আমি উদ্বিগ্ন।”

“আন্তর্জাতিক মানবিক আইন এবং ইউরোপীয় আইনের আওতায় সদস্য রাষ্ট্রগুলোর যে দায়বদ্ধতা আছে তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এ সমস্ত নীতি।”