ইউক্রেইনে গোলাবর্ষণে ৪ বেসামরিক নিহত

ইউক্রেইনের পূর্বাঞ্চলে একটি তল্লাশি চৌকিতে গোলাবর্ষণে অন্ততপক্ষে চারজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2016, 09:26 AM
Updated : 28 April 2016, 09:26 AM

নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন বলে রাশিয়াপন্থি বিদ্রোহীরা জানিয়েছেন।

বিবিসি বলছে, কথিত দোনেস্ক পিপলস রিপাবলিক জানিয়েছে, গোলার আঘাতে ১৫ জন আহতও হয়েছেন। তারা বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল থেকে সরকারি বাহিনী অধ্যুষিত অঞ্চলে যাচ্ছিলেন।

ইউক্রেইনের সেনাবাহিনী ওই সময়ে সেখানে কোনো ধরনের গোলাবর্ষণের কথা অস্বীকার করেছে।

ওই অঞ্চলে সাম্প্রতিক সপ্তাগুলোতে সংঘর্ষ বেড়ে গেছে। ফলে দেশটির সেনাবাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে নাজুক যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ছে।

বুধবারের এই গোলা হামলার ঘটনা ঘটেছে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রাম ওলেনিভাকায়। দুইপক্ষের মধ্যে টানা সীমান্ত রেখার কয়েক মিটারের মধ্যে এই ঘটনা ঘটে।

বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, গ্রামটির অন্ততপক্ষে ছয়টি বাড়ি এবং একটি হাসপাতালও সেনাবাহিনীর রাতভর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবশ্য ইউক্রেইন সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তার সেনা সদস্যরা হালকা অস্ত্র দিয়ে গুলি ছুঁড়েছে কিন্তু ওই সময় সেখানে গোলাবর্ষণ করা হয়নি।

২০১৪ সালে ইউক্রেইনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯,২০০ মানুষ নিহত হয়েছে।

রাশিয়াপন্থি বিদ্রোহীরা দোনেস্ক ও লুহানস্কে বিস্তৃত অঞ্চল নিয়ন্ত্রণ করছে।