জাপানে জেলেদের জালে বিরল প্রজাতির হাঙর

জাপানি জেলেদের জালে ধরা পড়েছে অত্যন্ত বিরল প্রজাতির একটি হাঙর ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2016, 09:04 AM
Updated : 19 April 2016, 09:04 AM

জাপানের মাই জেলার ওউয়াসি বন্দর থেকে পাঁচ কিলোমিটার দূরে সাগরে বড়মুখি (মেগামাউথ) নামের এই হাঙরটি ধরা পড়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

এই হাঙরগুলো অত্যন্ত বিরল প্রজাতির এবং এখন পর্যন্ত এ ধরনের মাত্র ৬০টি হাঙরের হদিস পাওয়া গেছে।

পাঁচ মিটার লম্বা এই হাঙরটি দেখতে ভয়ানক হলেও এটি সাগরের প্লাঙ্কটন খেয়ে বেঁচে থাকে।

সাগরে সাঁতার কাটার সময় হাঙরটি তার বিশাল মুখটি খুলে সামনের দিকে এগিয়ে যায়, এভাবেই সাগরের পানিতে ভাসমান প্লাঙ্কটন তার পেটে চলে যায়।

বিশাল মুখের কারণেই এই হাঙরের নাম বড়মুখি বা ‘মেগামাউথ’।

দিনে সাগরের ১২০ থেকে ১৬০ মিটার গভীরে এবং রাতে ১২ থেকে ১৫ মিটার গভীরে হাঙরটি বিচরণ করে বলে জানা গেছে।

এক টন ওজনের হাঙরটিকে তীরে নিয়ে আসার পর স্থানীয় এক মাছ বিক্রেতা এটি কিনে নেন। এরপর মাছটির ভাগ্যে কী ঘটেছে তা আর জানা যায়নি।