‘হিটলারকে মনে করিয়ে দিচ্ছেন ট্রাম্প’

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়প্রত্যাশী ধনকুবের ডোনাল্ড ট্রাম্পকে জার্মানির সাবেক একনায়ক এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন মেক্সিকোর দুই সাবেক প্রেসিডেন্ট।

>>রয়টার্স
Published : 28 Feb 2016, 05:07 AM
Updated : 28 Feb 2016, 05:07 AM

মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন শনিবার দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে সাংবাদিকদের বলেন, ট্রাম্পের রাজনীতি ‘বর্ণবাদী’ যা হিটলারকেই মনে করিয়ে দেয়।

কালডেরন বলেন, তার কথাবার্তা, কর্মকাণ্ড এবং আচরণ অভিবাসনবিরোধী শ্বেতাঙ্গ আধিপত্যকেই শুধু তুলে ধরে না, খোলাখুলি বললে এ হচ্ছে বর্ণবাদিতা। হিটলার তার সময়ে যা করেছিলেন তিনি (ট্রাম্প) সেই অনুভূতিই দিচ্ছেন।

ফিলিপ কালডেরন ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন। ছবি: রয়টার্স

কালডেরনের উত্তরসূরি মেক্সিকোর অপর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স। ছবি: রয়টার্স

কালডেরনের উত্তরসূরি মেক্সিকোর অপর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্সও সিএনএন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করেন।

শুক্রবার দেওয়া ওই সাক্ষাৎকারে ফক্স বলেন, “তিনি আমাকে হিটলারের কথা মনে করিয়ে দিচ্ছেন।”

মেক্সিকোর বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সীমান্তজুড়ে ধর্ষক ও মাদক ফেরারিদের ঠেলে দিচ্ছে দেশটি।

এসব ঠেকাতে সীমান্তে দেয়াল তুলে দেওয়ার জন্য মেক্সিকানদের কাছ থেকে অর্থ আদায় করারও ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী থেকে রাজনীতিক বনে যাওয়া ট্রাম্প।