‘গোফ-দাড়ি ছেঁটে বোরকা পরে’ পালাচ্ছিল আইএস যোদ্ধারা

রামাদি শহরে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার পর পালানোর চেষ্টায় থাকা বেশ কয়েকজন আইএস যোদ্ধাকে গ্রেপ্তার করেছে ইরাকি বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 04:47 PM
Updated : 14 Feb 2016, 05:44 PM

এর মধ্যে জঙ্গি সংগঠনটির কয়েকজন সদস্য দাড়ি-গোফ ছেঁটে বোরকা পরে নারীর ছদ্মবেশে পালানোর চেষ্টায় ছিলেন বলে ইরাকি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এআরএ।

সিরিয়ার এই সংবাদ সংস্থার প্রতিবেদন উদ্ধৃত করে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদপত্র এই খবরটি প্রকাশ করেছে।

ইরাকের আল আনবার প্রদেশের রাজধানী রামাদি দখল করেছিল আইএস। দীর্ঘ যুদ্ধের পর গত মঙ্গলবার শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ইরাকের সরকারি বাহিনী।

এরপর আইএস যোদ্ধাদের সন্ধানে শহরের আনাচে-কানাচে অভিযান শুরু করে ইরাকি সৈন্যরা। তার মধ্যে বেশ কয়েকজন জঙ্গি ধরা পড়েন।

ইরাকের এক সেনা কর্মকর্তা এআরএ-কে বলেন, “এক দল আইএস সদস্য দাড়ি-গোফ কামিয়ে মেয়েদের মতো পোশাক পরে শহর ছেড়ে পালাতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি, তারা ধরা পড়েছে।”

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ওই দলে নয়জন আইএস সদস্য ছিল এবং তাদের প্রত্যেকেই বোরকা পরা ছিল।

সিরিয়া সীমার্তবর্তী প্রদেশ আনবারের রাজধানীতে গত ডিসেম্বরেই ঢুকে পড়ে ইরাকি বাহিনী। এরপর আইএস পিছু হটতে থাকে। তবে শহরটিতে এখনও কয়েক ডজন আইএস সদস্য লুকিয়ে আছে বলে ইরাকি কর্মকর্তাদের ধারণা।

তাদের পালানোর সব পথ বন্ধ করা হয়েছে বলে জানান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।