ভুল করে পাঠানো ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রকে ফেরত দিল কিউবা

ভুল করে পাঠানো একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রকে ফেরত দিয়েছে কিউবা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 07:01 AM
Updated : 14 Feb 2016, 07:01 AM

বিবিসি বলছে, ২০১৪ সালের জুনে এটি হাভানায় পাঠানো হয়েছিল।

অবশ্য ক্ষেপণাস্ত্রটিতে কোন বিস্ফোরক ছিল না। স্পেনের নেটোর একটি প্রশিক্ষণের জন্য এটি পাঠানো হয়েছিল। সেজন্য হেলফায়ার ক্ষেপণাস্ত্রটি প্রথমে জার্মানি তারপর ফ্রান্সের শার্ল দ্য গল বিমানবন্দরে নেওয়া হয়।

ভুলটি ঘটেছিল সেই বিমানবন্দরেই। সেখান থেকেই হাভানাগামী ফ্রান্সের একটি বিমানে ক্ষেপণাস্ত্রটি তুলে দেয়া হয়।

ওয়াল স্ট্রিট জার্নালে এই খবর প্রকাশিত হয় এবং কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, এই ভুলটি একটি সম্ভাব্য মারাত্মক সামরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

কিন্তু এই ভুল বড় ধরনের ক্ষতির কারণ হতে পারতো। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন, হেলফায়ারে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি কৌশল উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার মতো দেশগুলোর কাছে ফাঁস করে দিতে পারে কিউবা।

এ ঘটনায় বিব্রত যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রটি ফেরত দেওয়ার জন্য কিউবাকে অনুরোধ করেছিল।

হেলফায়ার ক্ষেপণাস্ত্রটি ফেরত পাঠানোর ব্যাপারে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভুলক্রমে প্যারিস থেকে বিমানে করে ক্ষেপণাস্ত্রটি কিউবায় এসেছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে যথাযথ সমাধানের লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে সহযোগিতা করেছে কিউবা।

এজিএম ১১৪ হেলফায়ার একটি লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র। এটি যুদ্ধে ব্যবহৃত হেলিকপ্টার এবং চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ছোঁড়া যায়।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও কিউবা তাদের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক পুনস্থাপনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

৫০ বছরেরও বেশি সময় ধরে জারি থাকা বিরোধের অবসান এবং সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি দুটি দেশই কাজ শুরু করেছে।

গেল জুলাই থেকে দুটি দেশ নিজেদের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে হাভানায় বাণিজ্যিক বিমান চলাচল শুরুর ঘোষণা আসার কথা রয়েছে।