আফগান প্রেসিডেন্টকে ভুল দিনে জন্মদিনের শুভেচ্ছা মোদীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুল তারিখে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 04:05 AM
Updated : 14 Feb 2016, 05:09 AM

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ১২ ফেব্রুয়ারি এক টুইটে গনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোদী তার দীর্ঘজীবন, সুস্বাস্থ্য এবং আনন্দময় আগামীর প্রত্যাশার কথা বলেন।

মোদীর টুইটের জবাবে বিনয়ের সঙ্গে গনি জানান, তার জন্মদিন ১৯ মে।

ভারতীয় প্রধানমন্ত্রীর এই ভুলের কারণ সম্ভবত গুগল। এই সার্চ ইঞ্জিনে গনির প্রোফাইলে গনির জন্মদিন হিসেবে ১২ ফেব্রুয়ারির কথাই লেখা ছিল বলে বিবিসির তথ্য।

অবশ্য জন্মদিনের ওই শুভেচ্ছা বার্তা মোদী নিজে লিখেছেন কিনা তা জানা সম্ভব হয়নি। তার পোস্টগুলো সচরাচর লিখে থাকেন তার সোশাল মিডিয়া বিষয়ক ম্যানেজার হিরেন যোশি।

আর মিউনিখে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে অবস্থানরত গনি নিজেই মোদীর টুইটের জবাব দিয়েছেন বলে মনে হয় না। তিনি নিজে কোনো পোস্ট দিলে সাধারণত শেষে নামের অদ্যক্ষর হিসেবে ‘এজি’ লিখে থাকেন।

টুইটারে মোদীর অনুসারী একজন ভারতীয় নাগরিক গনির জবাবে লিখেছেন, “কবে আপনার জন্মদিন তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি আজই আপনাকে শুভেচ্ছা জানিয়ে থাকে তবে আমরা আজই তা উদযাপন করব।”