স্বেচ্ছায় ফিনল্যান্ড ছাড়ছেন কয়েক হাজার ইরাকি

গেল বছর ফিনল্যান্ডে আশ্রয়প্রার্থী হিসেবে যাওয়া কয়েক হাজার ইরাকি তাদের আবেদন বাতিল করে স্বেচ্ছায় দেশে ফিরে যাচ্ছেন। 

>>রয়টার্স
Published : 13 Feb 2016, 09:10 AM
Updated : 13 Feb 2016, 09:10 AM

এর কারণ হিসেবে পারিবারিক ইস্যু ও শীতপ্রধান দেশটিতে জীবন নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। 

২০১৪ সালে ফিনল্যান্ডে তিন হাজার ৬০০ শরণার্থী আশ্রয় নিলেও ২০১৫ সালে তা প্রায় দশগুণ বেড়ে ৩২ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। 
 
২০১৫ সাল জুড়ে আশ্রয়প্রার্থীদের ইউরোপমুখী স্রোতের বেশিরভাগই জার্মানি ও ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ সুইডেনে গেছে। 

গেল বছর ফিনল্যান্ডে যাওয়া শরণার্থীর প্রায় দুই-তৃতীয়াংশই ইরাকি তরুণ। কিন্তু এদের মধ্যে অনেকের চিন্তাভাবনা এখন পাল্টে গেছে। তাই এদের দেশে পাঠানোর জন্য ফিনল্যান্ড বিমান ভাড়া করছে। আগামী সপ্তাহ থেকে ফিনল্যান্ড থেকে বাগদাদ যাওয়া-আসা শুরু করবে এসব বিমান।  

ফিনল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় চার হাজার একশ আশ্রয়প্রার্থী তাদের আবেদন বাতিল করেছেন এবং আসছে মাসের মধ্যে এ সংখ্যা পাঁচ হাজারে পৌঁছুতে পারে। 

দেশে ফিরে যেতে ইচ্ছুক অধিকাংশ শরণার্থী অভিবাসন বিভাগকে পরিবারের কাছে ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানালেও এদের মধ্যে কেউ কেউ ফিনল্যান্ডের জীবন নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন।