ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় একটি দ্বীপের কাছে এক শক্তিশালী ভূমিকম্পে টেলি ও রেডিও যোগাযোগ বিঘ্নিত হওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

>>রয়টার্স
Published : 13 Feb 2016, 07:56 AM
Updated : 13 Feb 2016, 07:56 AM

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। 

শনিবার স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন।

শুক্রবার গভীর রাতে দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশের সুম্বা দ্বীপের কাছে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ।

সুম্বা দ্বীপের আনদেকান্তর শহর থেকে তিন কিলোমিটার দূরে ভূপৃষ্ঠে থেকে ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে ইউএসজিএস জানিয়েছে। 

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরবো নুগরোহো শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

ভূমিকম্পে সড়কগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নুগরোহো জানিয়েছেন, তারা পরিস্থিতির উপর নজর রাখছেন।