ডুবন্ত শরণার্থী, নাটকীয় উদ্ধার

ডুবতে থাকা নৌকার গলুই আঁকড়ে সাগরে সংগ্রামরত এক শরণার্থীকে হেলিকপ্টারে করে উদ্ধারের নাটকীয় এক ভিডিও প্রকাশ করেছে তুরস্কের কোস্ট গার্ড।  

>>রয়টার্স
Published : 10 Feb 2016, 04:30 AM
Updated : 10 Feb 2016, 04:39 AM

সোমবার এজিয়ান সাগরের উপর দিয়ে নিয়মিত টহলের সময় ডুবন্ত ওই নৌকাটি দেখতে পায় কোস্ট গার্ডের হেলিকপ্টার।

এরপর এক উদ্ধারকর্মী হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে সাগরে নেমে দুর্ঘটনায় পড়া নৌকার গলুই আঁকড়ে ভাসতে থাকা একমাত্র আরোহীকে উদ্ধার করেন।     

কোস্ট গার্ড বলছে, ওই নৌকায় চড়ে মোট ৩৪ জন গ্রিসে পৌঁছানোর চেষ্টায় ছিলেন। তাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ছয়জন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের প্রথম ছয় সপ্তাহেই ৭৬ হাজার মানুষ সাড়র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে।  

এখন প্রতিদিন গড়ে দুই হাজার শরণার্থী এভাবে ইউরোপে যাচ্ছেন, যে সংখ্যা এক বছর আগের প্রায় দশ গুণ।