জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

জার্মানিতে দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দেড়শ' জন৷ এর মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 10:40 AM
Updated : 9 Feb 2016, 12:03 PM

বাভারিয়া রাজ্যে মিউনিখের ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাড আইব্লিং এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে৷

 মঙ্গলবার সকাল ৬ টা ৪৮ মিনিটে স্থানীয় রোজেনহাইম ও হোলৎসকির্শেন এলাকার মধ্যে চলাচলকারী দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়৷ 

আঞ্চলিক পুলিশ এক ট্যুইটে নিহতের সংখ্যা ৯ উল্লেখ করেছে বলে জানিয়েছে বিবিসি।

গত কয়েক বছরের মধ্যে ঐ অঞ্চলে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা৷

আঞ্চলিক ট্রেন কোম্পানি মেরিডিয়ান বলেছে, একই লাইনে ঘটা এ সংঘর্ষে দুটো ট্রেনই আংশিক লাইনচ্যুত হয়ে একটি আরেকটির সঙ্গে আটকে গেছে। বগিগুলো উল্টে গেছে।

দুর্ঘটনাস্থলে জরুরি বিভাগের চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে৷ আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

দুর্ঘটনার কারণ জানা যায়নি। উদ্ধার তৎপরতার পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্তও শুরু হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনাস্থলের আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং রোজেনহাইম ও হোলৎসকির্শেন এলাকার মধ্যকার রেললাইন বন্ধ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।