তাইওয়ানে ভূমিকম্প: দু’দিন পর শিশুকে জীবিত উদ্ধার

তাইওয়ানে ভূমিকম্পে ধসে পড়া একটি বহুতল ভবনের নিচ থেকে ৬০ ঘণ্টার বেশি সময় পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 01:11 PM
Updated : 8 Feb 2016, 01:11 PM

আট বছর বয়সী ওই বালিকার নাম লিন সু-চীন। উদ্ধারের সময় তার জ্ঞান ছিল। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবরে বলা হয়, ১৭তলা ভবনটির ধ্বংসস্তুপের নিচে এখনও অন্তত দুইজন জীবিত আছে।

শনিবার চায়না নববর্ষ শুরুর প্রথমদিন স্থানীয় সময় ভোর ৪টার দিকে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়।

ভূমিকম্পে তাইনান শহরের ১৭তলা ওয়েই গুয়ান গোল্ডেন ড্রাগন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স পুরোপুরি ধসে পড়ে। ১৯৯৪ সালে ভবনটি নির্মাণ করা হয়। 

এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে ৩৬ জন এবং নিখোঁজ ব্যক্তিরা ওয়েই গুয়ান গোল্ডেন ড্রাগন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দা।

আট বছর বয়সী ওই বালিকাকে উদ্ধারের আগে সোমবার আরও দুই জনকে জীবিত উদ্ধার করা হয়।

তাইনানের জনপ্রতিনিধি ওয়াং টিং য়ু সাংবাদিকদের জানিয়েছেন, প্রথমে তসাও ওয়েইলিং নামে এক নারীকে তার স্বামীর লাশের নিচে শায়িত অবস্থায় পাওয়া গেছে। তাদের দুই বছরের ছেলের লাশও কাছেই পড়ে ছিল।

পরে ধ্বংসস্তূপের নিচ থেকে লি তসাং তিয়ান নামের আরেকজনকে বের করে নিয়ে আসা হয়।

তাইওয়ানের টেলিভিশন চ্যানেলগুলোতে উদ্ধার অভিযান সরাসরি সম্প্রচার করা হয়।

এক মন্দিরে নিহতদের শেষকৃত্যে উপস্থিত তাইনানের মেয়র উইলিয়াম লাই বলেন, “উদ্ধার অভিযান তৃতীয় পর্যায়ে রয়েছে।

“যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের চেয়ে আরো অনেক বেশি মানুষ নিহত হয়েছে। নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে।” 

ধসে পড়া ১৭তলা ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকারীদের বিরতিহীন তৎপরতার মধ্যেই অনেগুলো পরিবারের সদস্যরা ধ্বংস্তূপ ঘিরে দাঁড়িয়েছিলেন, নিখোঁজ আত্মীয়স্বজনের খবর পেতে উদগ্রীব হয়ে ছিলেন তারা।