আফগানিস্তানের সানগিন পতনের দ্বারপ্রান্তে

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের গুরুত্বপূর্ণ সানগিন শহর আবারও তালেবানের কাছে পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। আফগান এক সেনা কমান্ডার একথা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 04:38 PM
Updated : 8 Feb 2016, 08:22 AM

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার বিবিসি কে বলেছেন, শহরটির বেশির ভাগ এলাকা তালেবান জঙ্গিরা এরই মধ্যে দখল করে নিয়েছে।

তিনি বলেন, আফগান সরকার এখন সানগিনের মাত্র কয়েক স্কয়ার কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

তবে আফগান সেনা এবং স্থানীয় গভর্নরের কার্যালয় একথা অস্বীকার করেছে। হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র অতীতে নিরাপত্তা সমস্যা থাকার কথা স্বীকার করলেও বলেছেন, তালেবানের হাতে সানগিনের পতনের কোনও গুরুতর হুমকি নেই।

তবে সেনা কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন, সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোও হুমকির মুখে আছে। স্যাটেলাইট ফোনে তিনি বিবিসি কে বলেন, সা্প্রতিক দিনগুলোতে সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে বারবার তালেবান হামলা হয়েছে। এতে বহু সেনাও নিহত হয়েছে।