সিরীয়দের জন্য তুর্কি সীমান্ত খোলার আহ্বান ইইউ’র

সিরিয়ায় আলেপ্পোর লড়াই থেকে বাঁচতে পালিয়ে গিয়ে তুরস্ক সীমান্তে জড়ো হওয়া শরণার্থীদের ঢুকতে দেওয়ার জন্য সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 01:17 PM
Updated : 7 Feb 2016, 01:17 PM

হাজার হাজার সিরীয় শরণার্থী তুরস্কের কিলিস সীমান্তে জড়ো হয়ে আটকা পড়ে আছে বলে জানিয়েছে বিবিসি।

ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনি বলেছেন, “এটি কোন আইনি দায়িত্ব না হলেও একটি নৈতিক দায়িত্ব, শরণার্থীদের সুরক্ষা দেওয়াটা কর্তব্য।”

তবে তুরস্ক বলেছে, শরণার্থীরা সিরিয়ার অভ্যন্তরেই খাবার এবং আশ্রয় পাচ্ছে। ফলে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়ার কোনও প্রয়োজন নেই।

আলেপ্পোর কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত অবস্থানগুলোতে সরকারি হামলার মুখে প্রায় ৩৫ হাজার সিরীয় পালিয়ে গেছে।

মঘারিনি বলেছেন, শরণার্থী্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে ইইউ তুরস্ককে তহবিলও দিচ্ছে। নভেম্বরে তুরস্কের মাটিতে শরণার্থীদের দেখভালের জন্য তুরস্কের সঙ্গে তিনশ কোটি ইউরোর চুক্তিও করেছে ইইউ।

তুরস্কে এরই মধ্যে আছে সবচেয়ে বেশি সংখ্যক ২৫ লাখ শরণার্থী।

গত কয়েকদিন সিরিয়ার আলেপ্পো শহরে শুরু হওয়া তীব্র লড়াইয়ের পরই লোকজন সেখান থেকে পালাতে শুরু করে। শরণার্থীদের বোঝা সামলাতে হিমশিম তুরস্কের জন্য নতুন করে আসা  এ শরণার্থীদের স্রোত আরও কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে।