পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমায় নিহত ৯

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় সামরিক গাড়িবহরের সামনে এক আত্মঘাতী বোমা হামলায় নয়জন নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 7 Feb 2016, 05:21 AM
Updated : 7 Feb 2016, 05:21 AM

শনিবার বিকেলে শহরের কেন্দ্রস্থলে চালানো এ হামলায় আরো ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসা কর্মকর্তারা।

বেলুচিস্তান প্রদেশের রাজধানীতে চালানো এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি)। গোষ্ঠীটির মুখপাত্র মুহম্মদ খুরাসানি বার্তা সংস্থা রয়টার্সকে  ‘তারাই হামলাটি চালিয়েছেন’ বলে জানিয়েছেন।  

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ শাহ বলেন, “হামলাকারী ফ্রন্টিয়ার কর্পসের একটি গাড়ির পাশে বাইসাইকেলে ছিল।”

বোমার বিস্ফোরণে নিহতদের মধ্যে পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের তিন সদস্য রয়েছেন বলে জানিয়েছেন বাহিনীটির মুখপাত্র খান ওয়াসি। এছাড়া আহতদের মধ্যে বাহিনীটির আরো ১৫ জন সদস্য রয়েছেন। 

নিহতদের মধ্যে ১২ বছরের এক কিশোরীও আছেন বলে শহরের বেসামরিক হাসপাতালের চিকিৎসক আজব খান জানিয়েছেন।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্বেও বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র ও অনুন্নত প্রদেশ। এখানে গত প্রায় এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলছে। 

জানুয়ারিতে এই প্রদেশটিতে চালানো অপর এক হামলায় পাঁচ পাকিস্তানি সেনা ও দুই উপকূল রক্ষী নিহত হয়েছিলেন। একই মাসে কোয়েটায় চালানো্ আরেকটি আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছিলেন।