জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা

জাপানের অন্যতম আগ্নেয়গিরি সাকুরাজিমাতে অগ্ন্যুৎপাত দেখা গেছে।

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 01:03 PM
Updated : 5 Feb 2016, 02:17 PM

স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৫৬ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৫৬ মিনিট) অগ্নিস্ফূলিঙ্গ ছড়িয়ে পড়ে। আকাশে লালাভ আভা দেখা গেছে।

কাগুশিমা প্রদেশের এ পর্বতটি থেকে ৫০ কিমি দূরে অবস্থিত সেন্দাই পারমাণবিক বিদুৎ কেন্দ্র। তবে রাত সাড়ে ৯ টা পর্যন্ত কোনো আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী কোন নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাকুরাজিমা আগ্নেয়গিরির আশেপাশে কেউ যেতে পারবে না। এই অঞ্চলে ৩ নম্বর সর্তকসঙ্কেত দেওয়া হয়েছে।

তবে রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে বলছে, অগ্ন্যুৎপাতের ১৫ মিনিট পর সতর্ক সঙ্কেত ৫ করা হয়েছে। লোকজনকে সর্তকভাবে চলতে বলা হয়েছে।

টেলিভিশনটির ভিডিও ফুটেজে দেখা যায়, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ক্রমাগত লাভা ছড়িয়ে পড়ছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় দুই কিমি উচ্চতা পর্যন্ত অগ্নিস্ফূলিঙ্গ দেখা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্ন্যুৎপাত বন্ধ ছিল। তবে বিশেষজ্ঞরা বলছে, যে কোনো সময় আবার অগ্ন্যুৎপাত শুরু হতে পারে।

এর আগে ২০১৪ সালের অনতাকে পর্বত থেকে অগ্ন্যুৎপাতের ঘটনায় ৫৭ জন নিহত হয়।