বায়ু দূষণ: বেইজিংয়ে আবারও রেড এলার্ট

ধোঁয়াশা আশঙ্কাজনক মাত্রায় বেড়ে যাওয়ায় দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয়বারের মত মারাত্মক বায়ু দূষণের কারণে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2015, 02:23 PM
Updated : 18 Dec 2015, 02:31 PM

বন্ধ করে দেয়া হয়েছে স্কুল। নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

এর আগে ৭ ডিসেম্বর প্রথমবারের মতো বেইজিংয়ে বায়ু দূষণের কারণে রেড এলার্ট জারি করা হয়েছিল।

চীনের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রাজধানীতে শনিবার থেকে শুরু হওয়া মারাত্মক ধোঁয়াশা পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত বিরাজ করবে।

দেশজুড়ে বিশেষ করে চীনের মধ্যাঞ্চল জিয়ান থেকে উত্তরাঞ্চলের হারবিন পর্যন্ত পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে বলেও জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। 

নতুন করে ‘রেড এলার্ট’ জারি হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

বেইজিংয়ের বাসিন্দা চেং শিয়াঙ্কা রয়টার্সকে বলেন, “বিশেষ করে বয়স্ক ও শিশুদের স্বাস্থ্যের জন্য বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমার মনে হয়, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকারের আরও উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।”

আরেক বাসিন্দা ফান সাওটিং বলেন, “রেড এলার্টের কারণে স্কুলের সূচি প্রভাবিত হচ্ছে।”

কয়লা ভিত্তিক শিল্প এবং শীত মৌসুমে বেইজিংয়ে বাড়ি গরম রাখতে কয়লার ব্যাপক ব্যবহার মূলত এ ধরণের ধোঁশায়া পরিস্থিতির জন্য দায়ী বলে জানিয়েছে বিবিসি।