প্যারিসে আইএসের সদস্য সংগ্রহকারী সাত ব্যক্তির বিচার

মধ্যপ্রাচ্যের জঙ্গি-বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জন্য যোদ্ধা সংগ্রহের অভিযোগে প্যারিসে সাত ব্যক্তির বিচার শুরু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2015, 04:15 AM
Updated : 2 Dec 2015, 04:15 AM

সন্দেহভাজন একজনের বিচার তার অনুপস্থিতিতেই চলবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বর্তমানে সিরিয়ায় অবস্থান করছেন।

বিবিসি বলছে, সালিম বেঙ্গহালেম নামে পলাতক ওই ব্যক্তি আইএসের শীর্ষ পর্যায়ের বিদেশি যোদ্ধাদের একজন বলে মনে করা হয়।

১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এ সংক্রান্ত এটাই প্রথম বিচারিক কার্যক্রম। ওই হামলায় ১৩০ জন মানুষ নিহত হন। আইএস হামলাটির দায় স্বীকার করেছে।

সালিম বেঙ্গহালেমের সঙ্গে প্যারিসের একটি চরমপন্থি চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। এমন কী জানুয়ারিতে চেরিফ কোয়াচি নামে যে ব্যক্তি তার ভাইকে নিয়ে বিদ্রুপ ম্যাগাজিন শার্লে এবদুর কার্যালয়ে ঢুকে ১২ জনকে হত্যা করেন, সেই কোয়াচির সঙ্গেও বেঙ্গহালেমের যোগাযোগ ছিল।

সিরিয়া ছেড়ে আসা বেঙ্গহালেমের স্ত্রী তদন্তকারীদের বলেছেন, তিনি (বেঙ্গহালেম) ফ্রান্সে ফিরবেন শুধুমাত্র হামলা চালানোর জন্য এবং শহীদ হিসেবে মৃত্যুবরণ করার জন্য।

ইসলামিক স্টেটের প্রোপাগান্ডার অংশ হয়ে ওঠা বেঙ্গহালেমকে লক্ষ করে রাক্কায় ফ্রান্স বিমান হামলাও চালিয়েছেন।

আইএসের হয়ে বেঙ্গহালেম হত্যা চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্রেরও অভিযোগ রয়েছে।

আইএসে যোগ দেওয়ার আগে তিনি আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত সিরিয়ার নুসরা ফ্রন্টের হয়ে লড়াই করেছেন।

বাকি পাঁচজনের মধ্যে শুধু একজনই ফ্রান্সে ছিলেন আর অন্যরা লড়াই করতে সিরিয়ায়ও গিয়েছিলেন।

এদের একজনের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল নিরপেক্ষ বিচার পাবেন না বলে তিনি আশঙ্কা করছেন।