নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে তিমি শিকারে জাপানি জাহাজ

একবছর বিরতির পর আন্তর্জাতিক চাপ ও আদালতের রায় উপেক্ষা করে ফের তিমি শিকার শুরু করছে জাপান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 03:29 PM
Updated : 1 Dec 2015, 05:48 PM

মঙ্গলবার জাপানের কয়েকটি জাহাজ তিমি শিকারের জন্য এন্টার্কটিকায় রওনা হয়েছে।

আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিস (আইসিজে) জাপানকে সব ধরনের তিমি শিকার বন্ধের নির্দেশ দেওয়ার পরও দেশটি এ পদক্ষেপ নিল।

৮০০০ টন ওজনের নিশিন মারু জাহাজ এবং হারপুন-সজ্জিত তিনটি ছোট জাহাজ জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিমোনোসেকি বন্দর থেকে যাত্রা করেছে বলে জানিয়েছে বিবিসি।

ডিসেম্বরের শেষ থেকে আগামী বছর মার্চ মাস পর্যন্ত তিমি শিকার চলবে বলে জানিয়েছে জাপানের মৎস সংস্থা।

তিমি শিকার বিরোধীরা বলে আসছে, হারপুন দিয়ে যে কায়দায় বিশাল এই সামুদ্রিক প্রাণীটিকে শিকার করা হয় তা নৃশংস এবং অমানবিক।

তিমি শিকারের তীব্র সমালোচনা ও বিতর্কের মধ্যেও জাপানি মৎস্য বিভাগ বলছে, এই  শিকার শুধুমাত্র গবেষণার স্বার্থে করা হচ্ছে।

কিন্তু জাপানের এ যুক্তি ২০১৪ সালে খারিজ করে হেগের আন্তর্জাতিক আদালত। তিমি শিকার বেআইনি ঘোষণা করা হয়। কিন্তু জাপানএখন স্পষ্টতই তা অগ্রাহ্য করছে।

 জাপান অবশ্য বলছে, আদালতের সিদ্ধান্ত তারা আমলে নিয়েছে। এ বছর তারা মাত্র ৩৩৩টি তিমি শিকার করবে, যা  আগের তুলনায় মাত্র এক-তৃতীয়াংশ।