যান্ত্রিক ত্রুটিতেই বিধ্বস্ত হয় এয়ার এশিয়া

গত বছর ডিসেম্বরে এয়ার এশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার জন্য যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করেছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 02:48 PM
Updated : 1 Dec 2015, 03:24 PM

২০১৪ সালের ২৮ ডিসেম্বরে ১৬২ জন আরোহীসহ এয়ারবাস এ৩২০-২০০ সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে জাভা সাগরে বিধ্বস্ত হয়।

একবছর তদন্তের পর জমা দেওয়া প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ হিসাবে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশকে দায়ী করল। এর আগে বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি করা হয়েছিল ।

নতুন প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের সময় বিমানটির রাডার নিয়ন্ত্রণ ব্যবস্থা চারবার অকেজো হয়েছে। এ ধরনের গোলযোগ এর আগের বছরগুলোতেও ২৩ বার হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাডার নিয়ন্ত্রণকারী একটি ক্ষুদ্র যন্ত্রাংশ ভেঙে যাওয়ার কারণে এটি কাজ করছিলা না। বিমানের ক্রুরা সেসময় এ ত্রুটি ঠিক করার চেষ্টা করলেও বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

অতীতে অনেকবার এমন গোলযোগ ঘটায় বিষয়টি মেরামতি ক্রুদের জানা ছিল এবং তারা আগে যেভাবে এ সমস্যা ঠিক করার চেষ্টা করেছে সেবারও একইভাবে তা করার চেষ্টা করে। কিন্তু সে যাত্রায় এতে কোনো ফল হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

মালয়েশিয়া-ভিত্তিক এয়ার এশিয়া প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী টনি ফার্নান্দেজ বলেন, ‘আমাদের আসলে এয়ার এশিয়া থেকে অনেক কিছু শেখার আছে। এরপর আমরা নিরাপত্তার রক্ষায় কোনো চেষ্টাই বাকিরাখব না।’