সমস্ত ধর্মের রোগ মৌলবাদ: পোপ

পোপ ফ্রান্সিস বলেছেন, রোমান ক্যাথলিক গীর্জাসহ সমস্ত ধর্মের রোগ হচ্ছে মৌলবাদ। আফ্রিকার তিন দেশ সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 12:48 PM
Updated : 1 Dec 2015, 12:48 PM

আফ্রিকা সফরকালে ধর্মীয় সম্প্রীতি ও আশার বাণী শোনান পোপ।

এনডিটিভি জানিয়েছে, সোমবার মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র থেকে ফেরার পথে বিমানে তিনি বলেন, ‘মৌলবাদ সবসময়ই এক ধরনের ট্রাজেডি। এটি  ধর্মীয় কিছু নয়। এর মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না। এটি পৌত্তলিকতা।”

মৌলবাদ শুধু ইসলাম ধর্মেই নয় ক্যাথলিকদের মধ্যেও আছে বলে মন্তব্য করেন পোপ।

বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক খ্রিস্টানের নেতা পোপ ফ্রান্সিস মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র সফরকালে সাম্প্রদায়িক সংঘাত অবসানে খ্রিস্টান ও মুসলমানদের আহবান জানিয়ে বলেন, ‘খ্রিস্টান ও মুসলমানরা একে অপরের ভাই-বোন।’

প্রথমবারের মত আফ্রিকায় এ সফরে পোপ আরও বলেন,  “আমাদেরকে একসঙ্গে বলতে হবে, কোন ঘৃণা নয়, কোন প্রতিশোধ নয়, কোন সহিংসতা নয়, বিশেষ করে যে সহিংসতা কোনো ধর্ম  কিবা মহান প্রভুর নামে করা হয়।”