আস্থা ভোটে জয়ী হলেন তুরস্কের প্রধানমন্ত্রী

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলুর সরকার দেশটির পার্লামেন্টে আস্থা ভোটে প্রত্যাশিত জয় পেয়েছে।

>>রয়টার্স
Published : 1 Dec 2015, 02:23 AM
Updated : 1 Dec 2015, 02:23 AM

দেশটির সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচিও এ সময় পার্লামেন্ট অনুমোদন করে।

মাধ্যমে আস্থা ভোট গ্রহণের বিষয়টি তুরস্কের পার্লামেন্ট থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

দাভুতগলুর একে পার্টি ১ নভেম্বর অনুষ্ঠিত দেশটির আগাম পার্লামেন্ট নির্বাচনে ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পুনরায় ক্ষমতায় আসে।