পাইলটের মৃতদেহ রাশিয়ায় পাঠল তুরস্ক

সিরিয়া সীমান্তে গত সপ্তাহে তুর্কি বাহিনীর ভূপাতিত করা রুশ যুদ্ধবিমানের পাইলাটের মৃতদেহ এরই মধ্যে রাশিয়ায় পাঠিয়েছে তুরস্ক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 12:51 PM
Updated : 1 Dec 2015, 04:17 AM

সোমবার সকালেই কফিনে মোড়া পাইলটের লাশ আঙ্কারা থেকে বিমানে করে মস্কোর উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের সেনাবাহিনী।

রাশিয়ার রাষ্ট্রদূত এবং অন্যান্য সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে সামরিক মর্যাদায় রুশ পাইলটের অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে মস্কোয় ফেরত পাঠানো হয়।

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে গত সপ্তাহের মঙ্গলবার রাশিয়ার নির্মিত যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। রাশিয়া আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনাটি নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা এবং বাকযুদ্ধ দেখা দিয়েছে। বিমান ভূপাতিত করার জবাবে তুরস্কের ওপর এরই মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

ভূপাতিত বিমানের দুই পাইলট প্যারাসুটে করে নিচে নামার সময় মাটি থেকে ছোড়া গুলির শিকার হয়ে মারা যান লেফটেন্যান্ট কর্ণেল ওলেগ পেশকভ। আর বেঁচে যান অপর পাইলট।

রাশিয়ার অনুরোধে পেশকভের মৃতদেহই দেশে ফেরত পাঠাল তুরস্ক।