রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামত চায় তুরস্ক

জঙ্গিবিমান ভূপাতিত করা নিয়ে রাশিয়ার সঙ্গে অবনতিশীল সম্পর্ক মেরামত করতে চান তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান।

>>রয়টার্স
Published : 29 Nov 2015, 06:01 AM
Updated : 29 Nov 2015, 09:38 AM

আর এজন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনই মস্কোর সঙ্গে স্পর্ক ঠিক করে নেওয়ার একটি সুযোগ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এরদোয়ান বরাবরই বলে এসেছেন, সিরিয়া-তুরস্ক সীমান্তে রুশ জঙ্গিবিমান ভূপাতিত করা এবং পাইলটের মৃত্যুর জন্য তুরস্ক ক্ষমা চাইবে না। আর এ কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিষয়টি নিয়ে সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

এরই মধ্যে তুরস্কের ওপর একগাদা অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করেছেন পুতিন।শনিবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেন তিনি।

এরদোয়ান এর প্রতিক্রিয়ায় টিভিতে এক ভাষণে বলেন, “সাম্প্রতিক এসব ঘটনায় আমাদের সত্যিই দুঃখ হচ্ছে।” তবে রাশিয়ার ক্ষমা চাওয়ার দাবির ব্যাপারে তিনি ভাষণে কিছু বলেননি।

এরদোয়ানের ভাষ্য, রাশিয়ার জঙ্গি বিমান আকাশসীমা লঙ্ঘন করার কারণে তুরস্কই মস্কোর কাছ থেকে ক্ষমা প্রার্থণার দাবিদার।

তিনি বলেন, “সোমবার প্যারিসে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন হবে। সেখানে রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতের একটি সুযোগ মিলতে পারে। সংঘাত সুখ-শান্তি বয়ে আনতে পারে না। রাশিয়া তুরস্কের কাছে যতটা গুরুত্বপূর্ণ, তুরস্কও রাশিয়ার কাছে ততটাই গুরুত্বপূর্ণ।”