‘ভূ-রাজনৈতিক খেলা বন্ধ করা উচিত যুক্তরাষ্ট্রের’

ওয়াশিংটনের ‘ভূ-রাজনৈতিক’ খেলা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ।

>>রয়টার্স
Published : 26 Nov 2015, 04:58 AM
Updated : 26 Nov 2015, 04:58 AM

বার্তা সংস্থা আরআইএ জানায়, সিরিয়াকে কেন্দ্র করে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বুধবার এ মন্তব্য করেছেন রিয়াভকভ।

এর আগে একই দিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় জানায়, রাশিয়ার ১০টি লক্ষ্যের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।

এসবের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করায় রুশ একটি ব্যাংকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সিরিয়াকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা আরোপের কারণ মস্কো অনুধাবন করতে পারছে না জানিয়ে যুক্তরাষ্ট্রকে ‘ভূ-রাজনৈতিক খেলা’ বন্ধ করতে বলেছেন রিয়াভকভ।

তিনি বলেন, “পরিষ্কারভাবেই সম্পর্কের ক্ষেত্রে এটি একটি নতুন ও জটিল মূহুর্ত।”  

এর আগে ইউক্রেইনের ক্রিমিয়া অঞ্চল রাশিয়া অধিভুক্ত করে নিলে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।