সিরিয়ায় মার্কিন হামলায় আইএসের ‘২৩৮ লরি ধ্বংস’

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা ২৩৮টি জ্বালানিবাহী লরি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ধ্বংস হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 04:50 AM
Updated : 24 Nov 2015, 05:43 AM

সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতির সূত্রে এ খবর জানিয়েছে বিবিসি।  

ধারণা করা হচ্ছে, লরিগুলোকে একসঙ্গে পার্ক করা অবস্থায় দেখতে পায় যুক্তরাষ্ট্রের পাইলটরা। আল হাসাকাহ্ ও দায়ির আজ জাওরের কাছে একটি তেল শোধনাগারের কাছে জ্বালানি ভরার অপেক্ষায় ছিল সেগুলো।  

লরিগুলো ধ্বংসের আগে সেগুলোর বেসামরিক চালকদের সরে যেতে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়েছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

গেল সপ্তাহান্তে চালানো এই হামলার ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) । 

একই ধরনের অপর একটি হামলায় গেল সপ্তায় ১১৬টি তেলবাহী লরি ধ্বংস করা হয়েছিল।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ড্যাভিস বলেন, “এই হামলাটি অনেকভাবেই আমাদের শেষ হামলাটির মতো। সতর্কতামূলক গুলিবর্ষণের পাশাপাশি লরি ছেড়ে চলে যাওয়ার জন্য চালকদের উদ্দেশে লিফলেটও ছাড়া হয়।” 

সিরিয়া ও ইরাকে দখল করা তেলক্ষেত্রগুলোর তেল বিক্রি থেকে আইএস প্রচুর আয় করে থাকে। 

হামলায় বেসামরিক কারো নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ড্যাভিস। 

১০ দিন আগে প্যারিসে সন্ত্রাসী হামলা চালিয়ে ১৩০ জন বেসামরিককে হত্যার পর সিরিয়া ও ইরাকে আইএসের অবস্থানের উপর হামলার মাত্রা বহুগুণ বাড়ানো হয়েছে। আইএস প্যারিস হামলা দায় স্বীকার করেছে।