সিরিয়া হামলায় যোগ দিক ব্রিটেন, চান ক্যামেরন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার চেষ্টায় যুক্তরাজ্যের উচিত সিরিয়ায় ফ্রান্সের পাশাপাশি বিমান হামলা চালানো।

>>রয়টার্স
Published : 23 Nov 2015, 02:43 PM
Updated : 23 Nov 2015, 02:43 PM

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সোমবার একথা বলেন ক্যামেরন।

একইসঙ্গে সাইপ্রাসে একটি ব্রিটিশ বিমানঘাঁটি ফ্রান্সকে ব্যবহার করতে দেওয়াসহ বিমান থেকে বিমানে জ্বালানি সহায়তা করার প্রস্তাব দিয়েছেন তিনি।

এ সপ্তাহ শেষে আইএস’ কে মোকাবেলায় সামগ্রিক একটি কৌশল ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করবেন বলেও জানিয়েছেন ক্যামেরন।

আইএস এর বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নেওয়ার ভার পার্লামেন্টের জানিয়ে তিনি বলেন, “আমি সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে প্রেসিডেন্ট অলন্দ যে ব্যবস্থা নিয়েছেন তা আমি দৃঢ়ভাবে সমর্থন করি। ব্রিটেনেরও তা করা উচিত।”