বিরল চার গণ্ডারের একটির মৃত্যু

বিশ্বে অবশিষ্ট বিরল প্রজাতির চারটি উত্তরাঞ্চলীয় সাদা গণ্ডারের মধ্যে একটি মারা গেছে।

>>রয়টার্স
Published : 23 Nov 2015, 08:37 AM
Updated : 23 Nov 2015, 08:40 AM

রোববার যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো চিড়িয়াখানার সাফারি পার্কে নোলা নামের এই গণ্ডারটির মৃত্যু হয়।

সান ডিয়াগো চিড়িয়াখানা সাফারি পার্ক জানিয়েছে, বেশ কিছুদিন অসুস্থ থাকার পর ৪১ বছর বয়সে নোলা মারা যায়।

সাফারি পার্কের ফেইসবুক পেইজে বলা হয়, “১৯৮৯ সাল থেকে নোলা এখানে ছিল। কয়েকদিন ধরে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও বয়সজনিত শারীরিক সমস্যার কারণে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

“গেল ২৪ ঘণ্টায় নোলার শারীরিক অবস্থা খুব সঙ্কটাপন্ন হয়ে পড়ে, অবশেষে আমরা তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেই।”

নোলার মৃত্যুতে পৃথিবীতে আর মাত্র তিনটি উত্তরাঞ্চলীয় সাদা গণ্ডার অবশিষ্ট থাকল।

২০১৪ সালের ডিসেম্বরে সান ডিয়াগো চিড়িয়াখানায় বয়সজনিত কারণে ৪৪ বছর বয়সী উত্তরাঞ্চলীয় সাদা পুরুষ গণ্ডার আঙ্গালিফু মারা গিয়েছিল।

উত্তরাঞ্চলীয় গণ্ডারকে বিলুপ্তি থেকে রক্ষার জন্য চিড়িয়াখানাটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ছয়টি সাদা মাদী গণ্ডার নিয়ে এসেছে। উত্তরাঞ্চলীয় সাদা গণ্ডারের ভ্রূণ এই মাদীগুলোর জরায়ুতে স্থাপন করে প্রজন্ম রক্ষার চেষ্টা করা হচ্ছে।