আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল প্রার্থীর জয়

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে নিশ্চতভাবে জয়ী হতে যাচ্ছেন রক্ষণশীল প্রার্থী মৌরিশিও মাক্রি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 05:01 AM
Updated : 23 Nov 2015, 05:01 AM

বিবিসি বলছে, প্রধান প্রতিদ্বন্দ্বী দেশটির ক্ষমতাসীন বামপন্থি দলের প্রার্থী ড্যানিয়েল স্কিওলি এরইমাঝে পরাজয় মেনে নিয়েছেন।

ভোট গণনা প্রায় শেষ হয়ে এসেছে। নির্বাচনে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মাক্রি পেয়েছেন ৫২ শতাংশ ও স্কিওলি পেয়েছেন ৪৮ শতাংশ ভোট।

টেলিভিশনে বুথ ফেরত জরিপে মাক্রি জয়ী হয়েছেন ঘোষণা করার পর থেকেই তার প্রচারণা সদরদপ্তরে উল্লাসে মেতে ওঠেন কর্মী-সমর্থকেরা।

বুয়েন্স এইরিসের মেয়র মাক্রিকে বুয়েন্স এইরিস প্রদেশের গভর্নর স্কিওলি অক্টোবরে হওয়া প্রথম দফা নির্বাচনে পরাজিত করেছিলেন।

কিন্তু কোনো প্রার্থীই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মতো প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ফিরতি ভোটের আয়োজন করা হয়।

দ্বিতীয় দফা ভোটে স্কিওলি হেরে যান মাক্রির কাছে। মাক্রি প্রয়োজনীয় সংখ্যক ভোট অর্জন করায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা রইল না।

আর্জেন্টিনার অন্যতম ধনী ব্যক্তির সন্তান মাক্রির রাজনীতিতে আসার আগে ব্যবসায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

দেশটির ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াল।

মাক্রির এই বিজয়ের মধ্যদিয়ে এক দশকেরও বেশি সময় পর আর্জেন্টিনায় মধ্যডানপন্থি গোষ্ঠী ক্ষমতায় আসতে যাচ্ছে।

নির্বাচনে দেশটির ৬৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

একমাস আগে প্রথম দফা নির্বাচনে ড্যানিয়েল স্কিওলি জয়ী হয়ে বর্তমান প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজের দলকে ক্ষমতায় ধরে রাখবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হয়েছিল।

কিন্তু ফিরতি ভোটে সেই হিসাব-নিকাশ পাল্টে যায়।