আইএসের বিরুদ্ধে কঠোর লড়াই চলবে: ওবামা

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কঠোর লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 02:43 PM
Updated : 22 Nov 2015, 02:43 PM

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশুলো আইএস কে কোনোরকম অনুকম্পা দেখাবে না জানিয়ে তিনি বলেন, আইএস নেতাদেরকে খুঁজে বের করে তাদের অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে।

মালয়েশিয়ায় এশিয়ার নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ওবামা বলেন, “ইসলামিক স্টেটকে ধ্বংস করা এখন আর শুধুমাত্র আমাদের লক্ষ্য নয়, আমরা একাজ শেষ করব।”

“আমরা তাদের ধ্বংস করব। তারা যেসব অঞ্চল নিজেদের দখল নিয়েছে আমরা তাদের হাত থেকে সেগুলো উদ্ধার করব, তাদের অর্থের যোগান বন্ধ করে দেব, তাদের নেতাদের খুঁজে বের করব, তাদের নেটওয়ার্ক ও সাপ্লাই লাইন অকার্যকর করে দেব এবং আমরা তাদের ধ্বংস করে দেব।”

রাশিয়া যদি ইসলামিক স্টেটকে নিয়ন্ত্রণে এগিয়ে আসে তবে তা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য ‘সহায়ক’ হবে বলেও মন্তব্য করেন ওবামা।

ওবামা বলেন, তিনি আশা করছেন রাশিয়া সিরিয়ার সরকার পরিবর্তনেও রাজি হবে।