বোমা হামলার হুমকি: কানাডায় তুর্কি বিমানের জরুরি অবতরণ

নিউ ইয়র্ক থেকে ইস্তাম্বুলের পথে রওয়ানা হওয়া একটি তুর্কি বিমান বোমা হামলার হুমকির মুখে দিক পরিবর্তন করে কানাডায় জরুরি অবতরণ করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 09:43 AM
Updated : 22 Nov 2015, 09:43 AM

বিমানটি কানাডার পূর্বাঞ্চলীয় নোভা স্কটিয়ার হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে কানাডীয় কর্মকর্তাদের বরাতে জানায় বিবিসি।

বিমানটিতে ২৫৬ জন আরোহী ছিলেন বলে জানান তারা।

কানাডীয় পুলিশ তদন্ত করার কথা জানালেও হুমকির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

১৩ নভেম্বর প্যারিসে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর বিশ্বজুড়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে তুর্কি বিমানটি বোমা হামলার হুমকি পেল।

সোভা স্কটিয়া থেকে কানাডার রাজকীয় অশ্বারোহী পুলিশ নিজেদের ট্যুইটার একাউন্টে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে বোমা হামলার হুমকি আসে, ওই সময় তুর্কি বিমানটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে গেছে। 

পরে স্থানীয় সময় রাত ১২টা ৫৩ মিনিটে বিমানটি হ্যালিফ্যাক্সে অবতরণ করে।

গত মঙ্গলবার একই ধরনের হুমকি পেয়ে যুক্তরাষ্ট্র থেকে প্যারিস ‍রওয়ানা হওয়া দুটি বিমান দিক পরিবর্তন করে একটি হ্যালিফ্যাক্সে ও অপরটি যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

এর ২৪ ঘন্টার মধ্যে পোল্যাল্ড থেকে মিশর যাওয়ার পথে বোমা আতঙ্কে অপর একটি যাত্রীবাহী বিমান বুলগেরিয়ায় জরুরি অবতরণ করে।