তাইওয়ানে ২৬,৬০০ মানুষ ডেঙ্গু আক্রান্ত

তাইওয়ানে নতুন করে আরও ৩০৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর দেশটিতে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬শ’ জনে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2015, 01:03 PM
Updated : 23 Oct 2015, 01:03 PM

গত মে মাসে তাইওয়ানে ডেঙ্গুর প্রাদুর্ভাব হওয়ার পর থেকে এ বিপুল সংখ্যক মানুষ রোগটিতে আক্রান্ত হল বলে শুক্রবার জানিয়েছে ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল’ (সিডিসি)।

কাওসিউং এবং তাইনান শহরে ডেঙ্গুজ্বরের প্রকোপ বেশি। এসব জায়গায় দৈনিক ১৮৫ এবং ১১৯ জন করে ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে তাইওয়ান নিউজ।

তাইওয়ানে এবছর মশাবাহিত এ ডেঙ্গু রোগে মোট ১২২ জনের মৃত্যু হয়েছে এবং ২৪ হাজার ৫২১ জন সেরে উঠেছে বলে জানিয়েছে সিডিসি।