সৌদিতে শিয়াদের উপর সশস্ত্র হামলা, নিহত ৫

সৌদি আরবের পূর্বাঞ্চলে মুসলিম শিয়া ধর্মাবলম্বীদের একটি মিলনায়তনে সশস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2015, 06:15 AM
Updated : 17 Oct 2015, 06:15 AM

বিবিসি বলছে, এ ঘটনায় আহত হয়েছেন আরো নয় ব্যক্তি।

শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের শাইহাতে এই হামলার ঘটনা ঘটে। শিয়া সম্প্রদায়ের পবিত্র স্মরণানুষ্ঠান আশুরা শুরু হওয়ার ঠিক দুইদিন পর হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটল।

ইসলামিক স্টেটের(আইএস)সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একজন সশস্ত্র ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এরপর পুলিশ ওই ব্যক্তিকে থামাতে গুলি করে হত্যা করে।

পরবর্তী সময়ে ইসলামিক স্টেট-বাহরাইন স্টে নামে একটি গোষ্ঠী দাবি করেছে, তাদের একজন ‘সৈনিক’ ‘কাফের শিয়াদের মন্দিরে’ সশস্ত্র হামলা চালিয়েছে।

ওই গোষ্ঠীটি হুঁশিয়ারি জানিয়েছে, “মোহাম্মদের (সা.) ভূমিতে কাফেররা নিরাপদে থাকবে না।”

শুক্রবার সন্ধ্যাতেও সৌদি আরবে পূর্বাঞ্চলে শিয়া সম্প্রদায়ের ওপর সীমিত পরিসরে পৃথক এক হামলার খবর পাওয়া গেছে।

সৌদি আরবে মুসলিম শিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বেড়েই যাচ্ছে। সম্প্রদায়টির অধিকাংশই দেশটির তেল-সমৃদ্ধ পূর্বাঞ্চলে বাস করেন।

চলতি বছরের মে মাসে দাম্মান শহরে শিয়াদের একটি মসজিদে প্রাণঘাতী বোমা হামলা চালানো হয়। আইএস ওই হামলার দায় স্বীকার করে।

তারও এক সপ্তাহ আগে দেশটির একটি শিয়া মসজিদে শুক্রবারের জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলা চালানো হলে ২০ জনেরও বেশি মানুষ নিহত হন। ওই হামলার পর প্রথমবারের মতো আইএসের সৌদি শাখা দায় স্বীকার করেছিল।