সিরিয়ায় রুশ দূতাবাসে গোলা

সিরিয়ার রাজধানী দামেস্কে রাশিয়ান দূতাবাসে দুটি গোলা ছোড়া হয়েছে।

>>রয়টার্স
Published : 13 Oct 2015, 09:49 AM
Updated : 13 Oct 2015, 10:20 AM

মঙ্গলবার দূতাবাসটির সামনে রাশিয়ার সমর্থনে গণজমায়েতের সময় এই গোলাবর্ষণ হয়।

এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ভবনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সিরিয়ায় বিদ্রোহী ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে রুশ বিমান হামলা শুরু করার প্রায় দুই সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটল।

রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত।

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, দুটি গোলাই দূতাবাস চত্বরের কাছে একটি খোলা জায়গায় এসে পড়ে।

অন্য এক প্রত্যক্ষদর্শী বলেছেন, দ্বিতীয় গোলাটি দূতাবাসের চত্বরে এসে পড়লেও সেটি ভবনের গায়ে আঘাত করেনি।

রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, দুটি গোলা দূতাবাসের চত্বরে এসে পড়েছিল।

একজন কূটনীতিকের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, এই ঘটনায় দূতাবাসের কেউ আহত হননি।