এমকিউএম প্রধান আলতাফের ৮১ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সিন্ধ প্রদেশের একটি আদালত মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) শীর্ষ নেতা আলতাফ হুসেইনকে ৮১ বছরের কারাদণ্ড দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 05:36 AM
Updated : 13 Oct 2015, 05:42 AM

ষড়যন্ত্র, সহিংসতায় উস্কানি এবং দেশ ও সেনাবাহিনীবিরোধী বক্তব্য দেয়ার অপরাধে মঙ্গলবার গিলগিত বালিস্তানের সন্ত্রাসবিরোধী ওই আদালত আলতাফের বিরুদ্ধে এই রায় ঘোষণা করে বলে দেশটির জিও টিভি জানিয়েছে। 

গিলগিতের বাসিন্দা মীর বাজ খানের দায়ের করা এ মামলায় কারাদণ্ডের পাশাপাশি আলতাফ হুসেইনকে ২৪ লাখ রুপি জরিমানা ও তার সব সম্পত্তি জব্দ করারও নির্দেশ দেয়া হয়েছে বলে ভারতের এনডিটিভি জানিয়েছে।

বিচারক রাজা শাহবাজ খান এমকিউএম নেতার বিরুদ্ধে এসব আদেশ দেন।

৬২ বছর বয়সী আলতাফ হুসেইনের বিরুদ্ধে একই অভিযোগে পাকিস্তানের বিভিন্ন শহরে এক ডজনের উপর মামলা হয়েছে।

সেপ্টেম্বরে লাহোর হাইকোর্ট আলতাফের ছবি, বিবৃতি, বক্তব্য ও কার্যক্রম প্রচারে টেলিভিশন ও সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা জারি করে।এমকিউএম এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। 

দুই দশকেরও বেশি সময় ধরে আলতাফ লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। সেখানেও তার বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগে তদন্ত চলছে বলে জানা গেছে।