নোবেল বিজয়ী রসায়নবিদ রিচার্ড হেক মারা গেছেন

২০১০ সালে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ রিচার্ড হেক মারা গেছেন।

>>রয়টার্স
Published : 10 Oct 2015, 12:06 PM
Updated : 10 Oct 2015, 12:06 PM

'হেক বিক্রিয়া' উদ্ভাবনের জন্য জগৎ বিখ্যাত এই রসায়নবিদ দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।

৮৪ বছর বয়সী হেক শনিবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে মারা যান বলে জানান তার এক আত্মীয়।

প্রচণ্ড বমির কারণে এ সপ্তাহের শুরুতে হেককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে কাপলিং বিক্রিয়া নামক বিশেষ ধরণের এক জৈব সংশ্লেষণ বিক্রিয়ার উদ্ভাবনের জন্য  জাপানের এই-ইচি নেগিসি ও আকিরা সুজুকির সাথে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন হেক।

হেকের উদ্ভাবন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের গবেষণায় এবং পাতলা কম্পিউটার স্ক্রিন তৈরিতে ব্যবহৃত হচ্ছে।

হেক যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮৯ সালে সেখান থেকে অবসরে যান তিনি।

২০০৬ সাল থেকে স্ত্রী সোকোরো নারদো-হেকের সঙ্গে ফিলিপিন্সে বসবাস শুরু করেন এই রসায়নবিদ।

হেকের নোবেল বিজয়ের দুই বছর পর তার স্ত্রী সোকোরো মারা যান বলে রয়টার্সকে জানান সোকোরোর ভ্রাতুষ্পুত্র মাইকেল নারদো।

সোকোরোর মৃত্যুর পর মাইকেলই হেকের দেখাশুনা করতেন। হেক-সোকোরো দম্পতির কোনো সন্তান ছিল না।

স্ত্রীর মৃত্যুর পর প্রায় সময়ই হেক বিষন্ন থাকতেন বলে জানান মাইকেল। নিউমোনিয়ায় আক্রাণ্ত হওয়ায় ২০১৩ সাল থেকে তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়।

মাইকেল বলেন, "নিউমোনিয়ার কারণে তিনি তার শক্তির প্রায় অর্ধেকটাই হারিয়ে ফেলেছিলেন।"

হেকের প্রস্টেট ক্যান্সারও হয়েছিল। পরে তিনি সুস্থ হন। হেক নিয়মিত ডাইবেটিসের ওষুধ সেবন করতেন। এছাড়া তার শ্বাসযন্ত্রের সমস্যা এবং কিছুটা স্মৃতিভ্রংশ রোগও দেখা দিয়েছিল বলে জানান মাইকেল।

গত কয়েকমাস ধরে দুই জন সেবিকা পালাক্রমে হেকের দেখাশুনা করতেন।

হেক অর্থ কষ্টেও ছিলেন বলে জানান মাইকেল।

‍"মাসিক আড়াই হাজার মার্কিন ডলার অবসর ভাতায় তিনি জীবন ধারণ করতেন। যেটা খুবই দুঃখজনক ছিল।"