চীনে এসকালেটর দুর্ঘটনায় বালকের মৃত্যু

চীনের চংকিং শহরে একটি মেট্রো স্টেশনে চলন্ত এসকালেটরের হাতলের সঙ্গে আটকে গিয়ে চার বছর বয়সী এক বালকের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 05:00 PM
Updated : 9 Oct 2015, 05:00 PM

বৃহস্পতিবার সকালে চংকিং শহরের হংকিয়াওহেগু মেট্রো স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় রেল কর্তৃপক্ষ জানান, এক নারী তার চার বছর বয়সী ছেলে ও তিন বছর বয়সী মেয়েকে নিয়ে স্টেশনে প্রবেশ করেন এবং টিকেট হলের মধ্যে শিশু দুটিকে ছেড়ে দিয়ে টিকেট কাটতে যান।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, এ সময় বালকটি কাছের একটি চলন্ত এসকালেটরের হাতল নিয়ে খেলছিল। হঠাৎই সে হালতের সঙ্গে আটকে যায়। চলন্ত হাতল তাকে টেনে নিচে নামিয়ে আনে এবং এক পর্যায়ে বালকের শরীরের বুকের দিকের অংশ হাতল ও মেঝের মাঝখানে আটকে যায়।

স্টেশনের একজন কর্মী দ্রুত (২০ সেকেন্ডের মধ্যে) এসকালেটরটি বন্ধ করে দেন। গুরুতর আহত অবস্থায় বালকটিকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এক বিবৃতিতে চংকিং রেলওয়ে ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বলেছে, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

বিবৃতিতে সঙ্গে থাকা ছোট্ট শিশুদের প্রতি বাবা-মা কে আরো সচেতন হওয়ার আহ্বানও জানানো হয়।

"এ ঘটনায় আমরা গভীরভাবে অনুতপ্ত। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। সেইসঙ্গে আমরা সব যাত্রীদের আবারও বলতে চাই,  সঙ্গে থাকা ছোট্ট শিশু ও বয়স্ক ব্যক্তিদের প্রতি আরও মনযোগ দিন। আরও সচেতন হোন এবং এ ধরণের দুর্ঘটনা এড়িয়ে চলুন।"

এর আগে জুলাইয়ে চীনের একটি শপিংমলে একটি এসকালেটরের উপরের অংশের ধাতব পাত খুলে পড়লে এক নারী কোন রকমে তার শিশু সন্তানকে বাঁচাতে সক্ষম হলেও নিজে মারা যান।